রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে ফরিদপুরের বোয়ালমারি ও আলফাডাঙ্গা উপজেলা নির্বাচন শুরু হয়েছে বুধবার সকাল ৮টা থেকে, যা বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত চলবে। মোট ১১৮টি কেন্দ্রে এই ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।

বুধবার সকালের দিকে বেশিরভাগ কেন্দ্রে ভোটার সমাগম কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বেড়েছে।

ফরিদপুর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপে ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় ১৪জন চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ১২জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

বোয়ালমারীতে ৭৮টি ও আলফাডাঙ্গা উপজেলায় ৪০টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

ভোট গ্রহণ শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

বোয়ালমারী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন ও ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় ভোটার রয়েছে ২ লাখ ৭ হাজার ১৮৮ জন।

আলফাডাঙ্গা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন ও ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার রয়েছে ৯৯ হাজার ৫৬৫ জন।

(আরআর/এএস/জুন ০৫, ২০২৪)