পঞ্চগড়ে বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলাধীন কামাত কাজলদিঘী ইউনিয়নের সিপাহীপাড়া গ্রামের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন গত ৩ জুন (সোমবার) রাত সাড়ে ১১টায় নিজ বাসগৃহে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
আজ মঙ্গলবার সিপাহি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের নামাজে জানাযা শেষে দাফন করা হয়। জানাযা নামাজে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন ও পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. রঞ্জু আহমেদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ, পঞ্চগড় সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান এস এম শাহনেওয়াজ প্রধান শুভ, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ার সাদ'ত সম্রাটসহ অত্র এলাকার সর্বস্তের জনমানুষ। জীবনদশায় তিনি গলেহা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন।
(আরএআর/এসপি/জুন ০৪, ২০২৪)