কালকিনিতে এক ব্যক্তিকে কুপিয়ে জখম
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে আবুল কাশেম তালুকদার (৬৫) নামে এক বাজার কমিটির সভাপতির পায়ের রগ কর্তণ ও কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৩ জুন) বেলা ১১টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলার সমিতিরহাট বাজারে এ ঘটনা ঘটেছে।
আহত আবুল কাশেম তালুকদার কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামের সোনাবালী তালুকদারে ছেলে। এছাড়াও তিনি কালকিনির সমিতিরহাট বাজার কমিটির সভাপতি এবং কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য তাইজুল ইসলাম সাজ্জাদের বাবা।
পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কাশেম তালুকদার সোমবার সকালে বাড়ি থেকে সমিতিরহাট বাজারে যান। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে কাশেমের গতিরোধ করেন কয়েকজন যুবক। পরে তাকে চাপাতি ও দেশিয় অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করা হয়। এসময় তার ডান পায়ের রগ কেটে দেয়া হয়েছে। এসময় কাশেমের চিৎকারে আশাপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা দ্রæত পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরতর অবস্থায় আহত কাশেমকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতের ছেলে পুর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. তাইজুল ইসলাম সাজ্জাদ বলেন, আমার বাবাকে কুপিয়ে জখম ও পায়ের রগ কেটে ফেলেছে। আমার বাবাকে কুপিয়েছেন স্থানীয় রাসেল খা, ফয়সাল তালুকদার, সোহেল মৃধা, হাচেন হাওলাদার, আজিজুলসহ তাদের লোকজন। আমি হামলাকারীদের বিচার চাই।
এই ঘটনায় অভিযুক্ত রাসেল খা, ফয়সাল তালুকদার, সোহেল মৃধা, হাচেন হাওলাদার ও আজিজুল ঘটনার পর থেকে পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল-মামুন বলেন, হামলার ঘটনায় অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ব্যাপারে কেউ ছাড় পাবে না।
(এসএসএ/এএস/জুন ০৩, ২০২৪)