ফুলপুরে রিকশা চালককে প্রশাসনের অনুদান প্রদান
শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে কাড়াহা গ্রামের হতদরিদ্র রিকশা চালক দুলাল মিয়াকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২ বান টিন ও নগদ ১২ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
রবিবার (২ জুন) বিকালে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রিকশা চালক দুলাল মিয়ার হাতে নগদ টাকা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার সাদেকুর রহমান, সাংবাদিক এটিএম রবিউল করিম প্রমুখ।
রিকশা চালক দুলাল মিয়া জানান, টিন ও টাকা অনুদান পেয়ে খুবই উপকৃত হয়েছেন তিনি। এসময় তিনি সংশ্লিষ্ট সকলকের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
(এসআই/এসপি/জুন ০৩, ২০২৪)