পাথরঘাটা উপজেলা
চেয়ারম্যান পদে লড়ছেন ৬ প্রার্থী
পাথরঘাটা প্রতিনিধি : উৎসব মুখর পরিবেশে শুরু হওয়া পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনটি থমকে যায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে। ২৯ মে'র নির্ধারিত তারিখের নির্বাচন অবশেষে আগামী ৯ জুন অনুষ্ঠিত হবে বলে ইতোমধ্যে নির্বাচন কমিশনের বেঁধে দেয়া নির্দেশনা অনুযায়ী ফের প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠেছে পাথরঘাটা জনপদ।
৬ জন চেয়ারম্যান প্রার্থীর পাশাপাশি ৫ জন ভাইস চেয়ারম্যান এবং ৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে সর্বমোট ১৫ জন প্রার্থী লড়ছেন এখানকার ভোটযুদ্ধে।
এই উপজেলার বর্তমান চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির পুনরায় কাপপ্রিচ মার্কা নিয়ে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন আনারস মার্কা, উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান সোহাগ এই নির্বাচনে হয়েছেন চেয়ারম্যান প্রার্থী। তার মার্কা ঘোড়া। অপরদিকে সাবেক জেলা পরিষদ সদস্য এনামুল হোসাইন দোয়াত কলম মার্কা নিয়ে লড়ছেন এই নির্বাচনে। কালমেঘা ইউনিয়নের ৩বারের ইউপি চেয়ারম্যান এবং একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোটরসাইকেল মার্কা নিয়ে লড়ছেন নূর আফরোজ হেপী। এছাড়াও কালমেঘার সাবেক আর এক চেয়ারম্যান আকন মোঃ সহিদ চিংড়ি মাছ মার্কা নিয়ে এই নির্বাচনে প্রার্থী হয়েছেন।
উৎসব মুখর পরিবেশে শুরু হওয়া পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনটি শুরু থেকে বিচ্ছিন্ন কোনো সহিংসতা ছাড়াই প্রচার-প্রচারণা শেষ হচ্ছিল। কিন্তু ঘূর্ণিঝড় রেমাল ২৯ মে'র নির্ধারিত তারিখের নির্বাচনটি স্থগিত করতে বাধ্য করে। এরপর কমিশন আগামী ৯ জুন নির্বাচনের নতুন তারিখ ঘোষনা করে। এর-ই মধ্যে শুরু হয়ে যায় সহিংসতা। ৩১ মে দফায় দফায় সংঘর্ষে জড়ায় দোয়াত কলম মার্কা আর কাপ প্রিচ মার্কার সমর্থকরা। যেঘটনায় একজন প্রার্থীও আক্রান্ত হয়। সবমিলিয়ে ভোটারদের মাঝে এখন একধরনের সঙ্কা বিরাজ করছে শেষপর্যন্ত শান্তিপুর্ন পরিবেশ থাকবে তো ভোটের মাঠ?
এনির্বাচনে শুধুমাত্র চেয়ারম্যান পদটি নিয়ে আগ্রহ বেশী ভোটারদের মাঝে। ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান ওই পথ দুটিতে কে নির্বাচিত হলো কি হলো না; সে বিষয়টি নিয়ে কারোর মধ্যেই যেনো কোনো আগ্রহ নেই।
৬ জন চেয়ারম্যান পদে লড়ে একজন বসতে যাচ্ছেন আগামী পাঁচ বছরের জন্য উপজেলা চেয়ারম্যানের সেই কাঙ্ক্ষিত চেয়ারটিতে? তবে কে সেই ভাগ্যবান ব্যক্তি? সে প্রশ্নের উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে ৯ জুন পর্যন্ত।
(বি/এসপি/জুন ০১, ২০২৪)