নীলফামারীতে জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন
ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যবার্ষিকী পালিত হলো নীলফামারীতে। এ উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় আলোচনা সভার আয়োজন করেছে জেলা বিএনপির।
দলীয় কার্যালয়ের সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, সাংগঠনিক সম্পাদক সেফাউল জাহাঙ্গীর আলম সেপু, সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবু। এসময় জেলা বিএনপি ও এ-র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
(ওআরকে/এএস/মে ৩০, ২০২৪)