সিলেট প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় প্রতিনিধি, মসজিদ কমিটি ও ষ্টেক হোল্ডারদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৩০ মে) উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ক্লিনিক্যাল সার্ভসেস ডেলিভারি প্রোগ্রাম।

এতে সভাপতিত্ব করেন লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উচিৎ কুমার সিনহা (ইউকে সিনহা)-র পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক তপন কান্তি ঘোষ।

বিশেষ অতিথি ছিলেন রিজিওনাল কনসালটেন্ট ডাঃ এমএ মান্নান। বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার (মা-ও শিশু স্বাস্থ্য) ডাঃ ফাহিমা আক্তার।

(এলএন/এএস/মে ৩০, ২০২৪)