প্রকৌশলী মোজাম্মেল হোসেন
‘সকলের সহযোগিতায় মানসম্পন্ন কাজ করে এগিয়ে যেতে চাই’
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নেত্রকোনা সদর উপজেলা প্রকৌশলী মো: মোজাম্মেল হোসেন বলেছেন ড্রেসিং, ডিজাইন এবং স্পেসিফিকেশন অনুযায়ী সকল উন্নয়ন মূলক প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাবো। তিনি বলেন, সকলের আন্তরিক সহযোগিতায় মান সম্পন্ন কাজ শেষ করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। এগিয়ে যাওয়ার কাজে জনপ্রতিনিধি সহ তার সহকর্মীদের তাকে আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
গত রবিবার তাঁর কার্যালয়ে এই প্রতিনিধির সাথে এক সৌজন্য সাক্ষাতে খোলামেলা আলোচনা করতে গিয়ে এসব কথা বলেন তিনি। প্রকৌশলী মো: মোজাম্মেল হোসেন বলেন, ৩ কোটি ৬১ লাখ ৭২ হাজার টাকা ব্যয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ৪ তলা বিশিষ্ট ভবন ৩ তলা পর্যন্ত কাজ সম্পন্ন করতে শুরু হয়েছে। এছাড়া ২৩ কোটি ৭৮ হাজার টাকা ব্যয়ে ৬ তলা বিশিষ্ট ভবন ৫ তলা পর্যন্ত কাজ সম্পন্ন করতে শুরু হয়েছে। চলতি বছরের ২২ জুনের মধ্যে ডিপিও অফিস ভবনের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এছাড়া আগামী ২০২৫ সালের ১৫ মে পর্যন্ত ৬ তলা বিশিষ্ট ৫ তলা ভবনের কাজ শেষ হওয়ার কথা। বর্তমান সরকারের উন্নয়ন মূলক কাজের মধ্যে বস্তি উন্নয়নের লক্ষ্যে ৪৮টি ফ্ল্যাট নির্মাণ কাজ হবে। যেটিতে বস্তি বাসীরাই মাথা গুজার ঠাই পাবেন। তিনি এসব উন্নয়ন মূলক কাজে কোন প্রকার অবহেলা ও অনিয়ম মেনে নেওয়া হবে না দাবি করে এই প্রকল্পের কাজে সংশ্লিষ্ট সকলকে সততা ও দক্ষতার সাথে কাজ পরিচালনা করার আহব্বান জানান।
(এসবি/এসপি/মে ২৮, ২০২৪)