ইউক্রেনকে ১২৩ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে স্পেন
![](https://www.u71news.com/article_images/2024/05/28/0654.jpg)
আন্তর্জাতিক ডেস্ক : গত মাসে ঘোষিত ১২৩ কোটি ডলার অস্ত্র প্যাকেজের অংশ হিসেবে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও লেপার্ড ট্যাংক পাঠানোর পরিকল্পনা করেছে স্পেন। সোমবার (২৭ মে) এমনটাই জানিয়েছে স্প্যানিশ দৈনিক পত্রিকা এল পাইস। এই পরিকল্পনা সম্পর্কে পরিচিত একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে পত্রিকাটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এল পাইস বলেছে, ইউক্রেনকে প্রায় এক ডজন প্যাট্রিয়ট অ্যান্টি-এয়ারক্রাফ্ট মিসাইল, ১৯টি সেকেন্ড-হ্যান্ড জার্মান-নির্মিত লেপার্ড ট্যাংক হস্তান্তর করবে স্পেন। এছাড়াও অন্যান্য স্পেন নির্মিত অস্ত্র, যেমন: অ্যান্টি-ড্রোন গিয়ার এবং গোলাবারুদও দেবে স্পেন।
সোমবার মাদ্রিদ সফরে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সফরকালীন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং রাজা ফিলিপের সঙ্গে দেখা করবেন তিনি। এসময়ই নতুন অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি ঘোষণা করবে স্পেন।
গত মাসেই ইউক্রেনের জন্য ১২৩ কোটি ডলারের অস্ত্র প্যাকেজের অনুমোদন দিয়েছিল স্প্যানিশ সরকার। তবে এই প্যাকেজে কোন কোন অস্ত্র থাকবে তা নির্দিষ্ট ছিল না। অবশ্য এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন পেদ্রো সানচেজের মুখপাত্র।
(ওএস/এএস/মে ২৮, ২০২৪)