বিনোদন ডেস্ক : আগামী বছরের এপ্রিল মাসে চিত্রনায়িকা মাহিয়া মাহী তার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘স্করপিয়ন’র ব্যানারে ‘নিয়তি’ চলচ্চিত্রের শুটিং শুরু করবে। চলচ্চিত্রটি যৌথ প্রযোজনাতেই নির্মিত হতে পারে বলে মাহী জানিয়েছেন। এরই মধ্যে চলচ্চিত্রটি কে নির্মাণ করবেন এবং মাহীর বিপরীতে চলচ্চিত্রটিতে কে কে অভিনয় করবেন তা নিয়েই ব্যস্ত আছেন মাহিয়া মাহী।

মাহী বলেন, ‘যেহেতু আমার প্রথম চলচ্চিত্র, তাই সবদিক দিয়ে ভালো কিছুই যেন হয় সেই চিন্তা করছি সবসময়। প্রথমে ভেবেছিলাম চলচ্চিত্রটি একাই প্রযোজনা করব। কিন্তু পরে ভেবে দেখলাম কলকাতার কোনো একটি বড় প্রযোজনা সংস্থার সঙ্গে যৌথভাবে চলচ্চিত্রটি প্রযোজনা করলে ভালো হয়। দেখা যাক কী হয়, কারণ হাতে বেশ কিছুদিন সময় তো আছেই।’ এদিকে গত ৭ নভেম্বর মুক্তি পেয়েছে ‘জাজ মাল্টিমিডিয়া’ প্রযোজিত মাহিয়া মাহী অভিনীত জাকির হোসেন রাজু পরিচালিত ‘অনেক সাধের ময়না’ চলচ্চিত্রটি। এতে কাজী জহিরের ‘ময়নামতি’ চলচ্চিত্রের ময়না চরিত্রে অভিনয় করেছেন এই যুগের মাহী। চলচ্চিত্রটিতে মাহীর অনবদ্য অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক। মাহীর অভিনয়ে মুগ্ধ হয়ে গত ৯ নভেম্বর যমুনা ব্লক বাস্টারে প্রেস শো’তে ১৯৬৯’র ‘ময়নামতি’র ময়না চিত্রনায়িকা কবরী মাহীকে বুকে আগলে নেন এবং তার অভিনয়ের প্রশংসা করেন। মাহী বলেন, ‘কবরী ম্যাডাম আমার অভিনয়ে মুগ্ধ হবেন—এটা আমি কল্পনাও করতে পারিনি। আমি সত্যিই পুলকিত। সবার কাছে দোয়া চাই যেন ভবিষ্যতে আমি আরো ভালো অভিনয় করতে পারি।’ এদিকে আগামী ১২ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে মাহী অভিনীত সৈকত নাসির পরিচালিত ‘দেশা দ্য লিডার’ চলচ্চিত্রটি। এতে মাহীর বিপরীতে আছেন নবাগত নায়ক শিপন। মাহী অভিনীত সর্বশেষ দর্শকপ্রিয় আরো দুটি চলচ্চিত্র হচ্ছে ইফতেখার চৌধুরীর ‘অগ্নি’ এবং সাফিউদ্দিন সাফি’র ‘হানিমুন’। এদিকে মাহী গত সপ্তাহে শেষ করেছেন আব্দুল আজিজ ও অশোক পতি পরিচালিত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ চলচ্চিত্রের কাজ। এতে রোমিও চরিত্রে অঙ্কুশ এবং জুলিয়েট চরিত্রে অভিনয় করেছেন মাহী। এই চলচ্চিত্রটি আসছে বছরের জানুয়ারি মাসে মুক্তি দেয়ার লক্ষ্যে। দ্রুত গতিতে সব কাজ শেষ করা হচ্ছে।

(ওএস/এইচআর/নভেম্বর ২০, ২০১৪)