ভৈরবে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার উদ্বোধন
সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : ভৈরব পৌর শহরের মান উন্নয়নের ওয়ান স্টপ সার্ভিস সেন্টার উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার এই সার্ভিস সেন্টার উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি।
উদ্বোধন শেষে রাষ্ট্রদূত প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় অংশগ্রহণ করেন। পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি, সুইচ কন্ট্যাক্ট এর কান্ট্রি ডিরেক্টর মজিবুল হাসান সেজান, প্রবৃদ্ধি টিম লিডার মার্কাস এহমান, সেলিস ডিজিটাল প্লাটফর্ম প্রধান নির্বাহী কর্মকর্তা জুলিয়ান ওয়েভার, পৌর প্যানেল মেয়র মোমেনুল হক রাজু, ভৈরব পাদুকা কারখানা মালিক সমিতির সভাপতি মো. আলামিন মিয়া প্রমুখ।
এছাড়া আলোচনা সভায় ভৈরব পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, পৌর কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ওয়ান স্টপ সার্ভিসটি ভৈরবের মানুষের সেবা প্রদানে কাজ করবে। এই ওয়ান স্টপ সার্ভিসটি নাগরিক সনদ, জন্মনিবন্ধন, মৃত্যুনিবন্ধন সনদ, ওয়ারিশ সনদ, হোল্ডিং ট্যাক্স কালেকশনসহ বিভিন্ন সেবা এর আওতায় থাকবে।
এ সময় প্রধান অতিথি বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি বলেন, আমি এই ভৈরব পৌরসভার ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে থাকতে পেরে আনন্দিত। এটি সুইজারল্যান্ডের সহায়তায় প্রবৃদ্ধি প্রকল্পের অধীনে করা হয়েছে। আমাদের শহরটা অনেক বড়। কিন্তু জনসংখ্যা কম। কিন্তু ভৈরবে এতো ছোট্ট শহরে প্রায় ২ লক্ষ মানুষ রয়েছে। স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশে সুইজারল্যান্ডের উন্নয়ন অংশীদারিত্বে একটি মাইলফলক। সুইজারল্যান্ড ও বাংলাদেশ দ্বি-পাক্ষিক সম্পর্ক সংহতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে অগ্রসর হচ্ছে। সুইজারল্যান্ড এ উন্নয়নকে স্বাগত জানাই। আগামীদিন সুইজারল্যান্ডের পক্ষ থেকে উন্নয়ন ও অর্থনৈতিকভাবে সফল করতে বাংলাদেশের এই পরিবর্তন মসৃণ ও টেকসই করতে সাহয্য করবে।
(এসএস/এসপি/মে ২৬, ২০২৪)