শেখ লিটন, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত রিদয়রোগ ও থ্যালোসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তা চেক বিতরণ করা হয়েছে। 

আজ রবিবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। এসময় চেক বিতরণ অনুষ্ঠানটি আয়োজন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা সমাজ সেবা কার্যালয়।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ। এরপর শুরু হয় জেলা সমাজ সেবা কার্যালয়ের বিভিন্ন কর্মকান্ড উন্নয়ন মূলক কর্মসূচি ও সমাজ সেবার বিভিন্ন কার্যক্রন নিয়ে আলোচনা সভা করা হয়।

এসময় সভার প্রধান অতিথি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষনিক জনগণের সেবা করে যাচ্ছেন। বর্তমান সরকার উন্নয়নমূলক সরকার। যারা একেবারে অসহায় তাদেরকে নিয়ে চিন্তা করে প্রধানমন্ত্রী। আজ কোন মানুষ অর্থের কাছে চিকিৎসায় হেরে যাবে না, সবাই বাঁচবে। সবাই সবার পাশে থেকে সাহায্য করতে হবে। সরকার যতটুকু পারে ততটুকু সেবা করে যাচ্ছে। এই সেবার মান আরও বাড়বে। বিনা অর্থে কেউ মারা যাবে না। তার জন্য সরকার পাশে আছে। আজকের যে চেক বিতরণ করা হবে। এই আর্থিক সহায়তায় রোগী স্বজনদের অনেক সাহায্য হবে। কাউকে পিছনে ফেলে নয়, সবাইকে সামনে রেখে আগাতে হবে।

সভার শেষ পর্বে ১২৮ জনের ৫০ হাজার করে ছয় ধরনের রোগ আক্রান্ত রোগী-স্বজনদের মাঝে মোট ৬৪ লাখ টাকা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হামিদ রেজা, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, জেলা সমাজ সেবা কার্যালয়ের সরকারি পরিচালক মোঃ আবু তালেব, চুয়াডাঙ্গা শহর সমাজ সেবা অফিসার মিজানুর রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলা অফিসার মৌমিতা পারভিন প্রমুখ।

(এসএল/এসপি/মে ২৬, ২০২৪)