ঈশ্বরগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আগামী ২৯ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকতাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার চরণিখলা উচ্চ বিদ্যালয় হল রুমে প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরি।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এমএম মোহাইমেনুর রশিদ পিপিএম (সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (গৌরিপুর সার্কেল) সুমন মিয়া, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নি কর্মকর্তা মাহমুদুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (রুটিন দায়িত্ব) ইকবাল হোসাইন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ওমর ফারুক প্রমুখ।
(এন/এসপি/মে ২৫, ২০২৪)