রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙামাটির রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কের পাশ থেকে মো. হেলাল উদ্দিন নামে ৪৮ বছরের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাঙামাটি লংগদু উপজেলার ইসলামপুর কালাপাকুজ্জ্যা গ্রামের মৃত আহসান উল্ল্যার ছেলে বলে জানান রাজস্থলী থানার ওসি ইকবাল হোসেন।

নিহতের স্বজনরা জানান, নিহত হেলাল উদ্দিন সীমান্ত সড়কের ফারুক নামে এক শ্রমিক মাঝির অধীনে বাবুর্চির কাজে নিয়োজিত ছিল। চলতি মাসের গত ২০ মে অসুস্থতার কারণে কর্মস্থল হতে রাজস্থলীতে ফেরার পথে তিনি নিখোঁজ হন। নিহতের পরিবার গত ২২ মে রাজস্থলী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

বৃহস্পতিবার আত্মীয়-স্বজনরা সীমান্ত সড়কে খোঁজাঁখুজি করলে হেলালের মরদেহ রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বৃহস্পতিবার বিকেলে রাজস্থলী উপজেলার সীমান্ত সড়ক মিতিঙ্গ্যাছড়ি এলাকার রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করে।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, সীমান্ত সড়কের পাশ থেকে ৪৮ বছরের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি গাড়ি দুর্ঘটনা নাকি হত্যা-তা এখন বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে মরদেহ পাঠানো হয়েছে।

(আরএম/এএস/মে ২৩, ২০২৪)