নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলপুরে ১ হাজার পিস ইয়াবাসহ মোঃ আমিনুল ইসলাম (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার রামভদ্রপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মোঃ আমিনুল ইসলাম উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত নবী হোসেন ও জহুরা খাতুনের পুত্র।

জানা যায়, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমানের দিকনির্দেশনায় এসআই রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম বৃহস্পতিবার ভোর রাতে মাদক উদ্ধার অভিযানে যায়। এসময় ভোর রাত পৌনে ৪টার দিকে ফুলপুর উপজেলার রামভদ্রপুর বাজারস্থ জনৈক সুজনের সেলুনের সামনে পাকা রাস্তার উপর থেকে আমিনুল ইসলামকে পুলিশ আটক করে। তার শরীরের বিভিন্ন স্থান থেকে ৫টি নীল রংয়ের বায়ুরোধক জিপার (পলিকাগজ) এর ভিতর বিশেষ কায়দায় রাখা বিভিন্ন রঙের ১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।

ফুলপুর থানার সেকেন্ড অফিসার এসআই সুমন মিয়া জানান, গ্রেফতারকৃত আসামি আমিনুলের নামে ফুলপুর থানায় নিয়মিত মামলা রুজু পর তাকে আজ বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে ফুলপুর থানার ওসি জানান, মাদকের উপর আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

(এনআরকে/এসপি/মে ২৩, ২০২৪)