আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের জন্য বরিশালের আগৈলঝাড়ায় তৃতীয় ধাপে ২৯মে ভোট গ্রহণ করতে ১১০৬ জন কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

নির্বাচন প্রশিক্ষণ ইনিষ্টিটিউট এর আয়োজনে বৃহস্পতিবার সকালে ভেগাই হালদার পাবলিক একাডেমী হল রুমে দুই দিন ব্যাপি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

দুইদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় প্রিসাইডিং অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সি, জেলা অতিরিক্ত নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. আবুল কালাম, সহকারী রিটার্নিং অফিসার বাসুদেব সরকার।

প্রশিক্ষণে উপজেলার ৬০টি কেন্দ্রে ভোট গ্রহনের জন্য ৭০ জন প্রিসাইডং অফিসার, ৩১৮ জন সহকারী প্রিসাইডং অফিসার এবং ৭১৮জন পোলিং অফিসারসহ মোট ১১০৬ জন অফিসার প্রশিক্ষণ গ্রহণ করেন। এসময় ভোট গ্রহনের সাথে সংশ্লিষ্ঠ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/মে ২৩, ২০২৪)