শ্রীনগরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রচারণা তুঙ্গে
শ্রীনগর প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থার শ্রীনগর উপজেলা শাখার সভাপতি ফিরুজা বেগমের কলস প্রতীকের প্রচার প্রচারণা এখন তুঙ্গে। জমে উঠেছে নির্বাচনের মাঠ।
শ্রীনগরে উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এখন পরিণত হয়েছে উৎসবে। চলতি মাসের ১৩ মে প্রতীক বরাদ্দের দিন থেকে ভোটের হাওয়া বইতে শুরু করেছে উপজেলা জুড়ে। তফসিল ঘোষণার আগেও তিনি উপজেলাব্যাপী সকল ভোটারদের কাছে দোয়া চাইতে ছুটে গিয়েছেন। এখন প্রতীক বরাদ্দের পর তিনি নিজে তার কলস প্রতীকের জন্য ভোট চেয়ে জোরেসোরে উপজেলাব্যাপী নিরবিচ্ছিন্ন প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এক কথায় তার প্রচার প্রচারণা চলছে তুঙ্গে। পাশাপাশি উপজেলাব্যাপী বিভিন্ন ইউনিয়নে কর্মী সমর্থকদের আয়োজিত উঠান বৈঠকেও যোগ দিচ্ছেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত একটানা ধারাবাহিকভাবে একেকটি ইউনিয়নে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন কলস প্রতীকের এই মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী।
আজ বুধবার সকালে উপজেলার ষোলঘর ইউনিয়নের ষোলঘর বাজারসহ আশেপাশের পাড়া-মহল্লার ভোটারদের কাছে কলস প্রতীকের জন্য ভোট চেয়েছেন।
তফসিল অনুযায়ী আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে ২৯ মে শ্রীনগরের ১৪ টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন মোট ৪ জন প্রার্থী।
উল্লেখ্য ফিরুজা বেগম শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত নূর মোহাম্মদ এর আপন ছোট বোন। যে কারণে উপজেলাব্যাপী তার আলাদা একটা পরিচিতি রয়েছে।
(এআই/এসপি/মে ২২, ২০২৪)