রামগঞ্জে ইমতিয়াজ ও রায়পুরে অধ্যক্ষ মামুন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত
শিমুল সাহা, লক্ষ্মীপুর : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রায়পুরে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দুই উপজেলায় আনারস প্রতীকের প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রামগঞ্জে বিপুল ভোটে প্রথমবারের মতো জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইমতিয়াজ আরাফাত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া রায়পুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ মামুন পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
স্ব-স্ব উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারি রিটার্নিং কর্মকর্তারা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে জানা গেছে, রামগঞ্জে মো. ইমতিয়াজ আরাফাত ৪৪ হাজার ৮ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু (মোটরসাইকেল) ২৭ হাজার ৭৫৪ ভোট পেয়েছেন। এ উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছে।
এছাড়া রায়পুরে অধ্যক্ষ মামুনুর রশিদ ৩৬ হাজার ৫৩৬ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার (মোটরসাইকেল) ৩৩ হাজার ৪৭৪ ভোট পেয়েছেন।
(এসএস/এসপি/মে ২২, ২০২৪)