শ্রীনগরে ভাইস চেয়ারম্যান প্রার্থী এড. কামরুলের গণসংযোগ অব্যাহত
শ্রীনগর প্রতিনিধি : আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী এড. কামরুল হাসানের গণসংযোগ অব্যাহত রয়েছে। তার নিয়মিত প্রচারণার অংশ হিসেবে গত মঙ্গলবার রাতে পাটাভোগ ইউনিয়নের বাসাইলভোগ এলাকায় গণসংযোগ চালিয়েছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী (টিউবওয়েল) এড. কামরুল ইসলাম।
তিনি টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তফসিল ঘোষণার পর থেকে তিনি তার কর্মীদের সাথে নিয়ে নির্বাচনী এলাকার গ্রামগঞ্জের বিভিন্ন পাড়া-মহল্লায় ভোটারদের দোরগোড়ায় ছুটে চলেছেন। যা অব্যাহত আছে বলে জানিয়েছেন তিনি। আর নিয়মিত গণসংযোগ চালিয়েছে যাচ্ছেন বিভিন্ন ইউনিয়নের একাধিক হাটবাজারেও। মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা পরিষদ ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। আগামী ২৯ মে ৩য় ধাপে শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আসন্ন শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ বিষয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী এড.কামরুল ইসলাম বলেন, আমার দীর্ঘ দিনের লালিত স্বপ্ন আমি নিজেকে জনসেবায় নিয়োজিত করব। আর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করা এর অন্যতম কারন। আমার নির্বাচনী এলাকায় নিয়মিত গণসংযোগে আমি ভোটারদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আগামী ২৯ মে ভোট গ্রহণের দিন আমার টিউবওয়েল প্রতীকে ভোট দিয়ে আমাকে জন সেবার সুযোগ করে দিবেন বলে আমি আশাবাদি।
(এআই/এসপি/মে ২২, ২০২৪)