কুমারখালীতে আব্দুল মান্নান খান, দৌলতপুরে বুলবুল আহমেদ চৌধুরী টোকেন ও মিরপুরে এ্যাড. আব্দুল হালিম চেয়ারম্যান নির্বাচিত
কুষ্টিয়া প্রতিনিধি : ২১ মে’ দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে কুষ্টিয়ার কুমারখালীতে আব্দুল মান্নান খান (আনারস প্রতিক) দৌলতপুরে বুলবুল আহমেদ চৌধুরী টোকেন (আনারস প্রতিক) ও মিরপুর উপজেলায় এ্যাড. আব্দুল হালিম (দোয়াত কলম মার্কা) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আর ভেড়ামারা উপজেলায় আবু হেনা মোস্তফা কামাল মুকুল বিনা প্রতিদ্বন্দীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এর আগে কঠোর নিরাপত্তা ব্যাবস্থার মধ্যে দিয়ে সকাল ৮টা থেকে কুষ্টিয়ার কুমারখালী, দৌলতপুর, মিরপুর ও ভেড়ামারা উপজেলায় একযোগে ভোট গ্রহন শুরু হয় যা চলে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে ভেড়ামারা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী আবু হেনা মোস্তফা কামাল মুকুল বিনা প্রতিদ্বন্দীতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এই উপজেলাই শুধু ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনকে অবাধ ও সুষ্ট করতে বিজিবি মোতায়েনসহ প্রশাসনের পক্ষ থেকে কয়েকস্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা।
(এমএজে/এএস/মে ২১, ২০২৪)