রাজৈরে নবচেতনা পত্রিকার ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈরে নানা আয়োজনের মধ্যে দিয়ে দৈনিক নবচেতনা পত্রিকার ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
আজ সোমবার সকালে দৈনিক নবচেতনা পত্রিকার রাজৈর উপজেলা প্রতিনিধি মহিউদ্দিন চৌধুরী হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজৈর উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক, নবনির্বাচিত রাজৈর উপজেলা ভাইস চেয়ারম্যান সাহাবুদ্দিন মিয়া সাহা।
উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর পৌর আওয়ামী লীগের সভাপতি, রাজৈর প্রেসক্লাবের সভাপতি মোঃ মতিয়ার রহমান, নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান নূরজাহান পারুল, রাজৈর উপজেলা সাংবাদিক ফোরাম এর সভাপতি এডভোকেট গৌরাঙ্গ বসু, রাজৈর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল কবির, রাজৈর উপজেলা সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি এসএম ফেরদাউস হোসেন,ই-প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হাওলাদার, ইপ্রেসক্লাবের তথ্য প্রযুক্তি সম্পাদক বিপুল কুমার দাস প্রমুখ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সুজন হোসেন রিফাত। আলোচনা শেষে কেক কেটে সবাইকে দুপুরের লাঞ্চের ব্যবস্থা করেন। অনুষ্ঠানে রাজৈরের বিভিন্ন স্তরের সাংবাদিকসহ ব্যবসায়ী, সংগঠক ও সামাজিক ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিলেন।
(বিডি/এসপি/মে ২০, ২০২৪)