আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় ১৫দিন যাবত খোজ নেই মাদ্রাসার আবাসিক ছাত্রর। মাদ্রাসা কর্তৃপক্ষর চরম উদাসীনতার কারনে অভিভাবকদের সাথে যোগাযোগ না থাকায় ১৫ দিন পরে পরিবারে ছেলে নিখোজের ঘটনা প্রকাশ। থানায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরী।

থানায় দায়ের করা ডায়েরী সূত্রে জানা গেছে, উপজেলার খাজুরিয়া গ্রামের নূর মোহাম্মদ তালুকদারের ছেলে মো. আবদুল্লাহ তালুকদার (১৫) উপজেলা সদরের ফুল্লশ্রী এলাকায় অবস্থিত আল-জামিয়াতুল নাফিজিয়া হাফিজিয়া মাদ্রাসায় (মার্কাস) আবাসিক ছাত্র হিসেবে হেফজ বিভাগে পড়াশুনা করতো। গত ২মে থেকে আবদুল্লাহ তার পরিবারের সাথে কোন যোগাযোগ না থাকায় তার বাবা-মা মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন। মদ্রাসা কর্তৃপক্ষ ওই আবাসিক ছাত্রের অনুপস্থিতির ব্যাপারে কিছু জানেন না বলে তাদের জানায়। ওই মাদ্রাসায় শিক্ষার্থীরা নিখোঁজ হলেও কর্তৃপক্ষ তার পরিবারকে বিষয়টি অবহিত না করার অনেক অভিযোগ রয়েছে। ১৫দিন ছেলের কোন খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে শুক্রবার বিকেলে থানায় নিখোঁজ জিডি করেন।

মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো, রফিকুল ইসলাম ফোন না ধরায় তার বক্তব্য পাওয়া যায়নি।

(টিবি/এসপি/মে ১৮, ২০২৪)