তক্ষশীলা আসামের সভাপতি থানেশ্বর বঁরোর মৃত্যুতে বিভিন্ন মহলে শোক
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : ভারতের আসাম রাজ্যের প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তক্ষশীলা আসামের সভাপতি ও আসামের সাবেক শিক্ষামন্ত্রী থানেশ্বর বোঁরো আজ শনিবার ভোরে আসামের রাজধানী গুয়াহাটির নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। যার মৃত্যুতে আসাম রাজ্যের শিক্ষা ও সাংস্কৃতিক মহলে গভীর শোকের ছায়া নেমে আসে।
বঁরোর মৃত্যুতে তক্ষশীলা আসামের অধ্যক্ষ, বঙ্গমাতা নাট্যাচার্য পাখিলা কলিতা এক শোকবার্তায় জানান, 'থানেশ্বর বঁরোর মৃত্যুতে ভারত এক গুণগ্রাহী শিক্ষা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারালেন।'
কলিতা মৃত বঁরোর পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, 'বঁরোর আসাম আন্দোলনের সময় সক্রিয় ভূমিকা পালন করেছেন, যিনি মন্ত্রিসভার প্রথম মেয়াদে গুরুত্বপূর্ণ শিক্ষা বিভাগের দায়িত্ব পেয়েছিলেন, তিনিই প্রথম শিক্ষার আধুনিকীকরণের প্রচেষ্টা চালান। বেঁচে থাকাকালে খুব সাধারণ জীবন যাপন করেছেন। ফলে উনি সাধারণ মানুষের অন্তকরণে জায়গা পেয়েছিলেন। নিরহংকারী এই ব্যক্তি তক্ষশীলা আসামের সাথেও ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। তাঁর সহযোগিতায় ২০১৭ সালে সর্বভারতীয় বহুভাষিক নৃত্য, নৃত্য এবং সিন্ডিকেশন অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়েছিল। এই মহোৎসবে ভারতের বিভিন্ন রাজ্য থেকে প্রায় চল্লিশটি দল এবং বাংলাদেশ থেকে পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার অংশ গ্রহণ করে। ওই অনুষ্ঠানের সভাপতি হিসেবে গুরু দায়িত্ব পালন করেছেন গুণী এই থানেশ্বর বাঁরোর।'
মৃত্যুকালে তাঁর অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় সজন রেখে গেছেন।
(এআর/এসপি/মে ১৮, ২০২৪)