একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালীতে রেশম চাষীদের প্রশিক্ষণ , তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ মে) সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের আয়োজনে কালুখালী উপজেলা পরিষদের হল রুমে রেশম চাষীদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‍্যালী বেড় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

প্রশিক্ষণ কর্মশালা বক্তারা বলেন, অন্য ফসল চাষ থেকে রেশম চাষ লাভজনক।তাই অধিক জমিতে রেশম চাষের পরামর্শ দেন।এই চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে বিভিন্ন প্রণোদনার দেওয়ার আশ্বাস দেয়। প্রান্তিক রেশম চাষীদের তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে সচেতন করতে লিফলেট বিতরণ করেন। এছাড়াও তথ্য অধিকার আইন সম্পর্কে আলোচনা করে। এসময় বিভিন্ন চাষি তাদের সাফল্যের গল্প করেন।

কর্মশালায় ঝিনাইদহ আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক মো: তারিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহা-পরিচালক মো: আনওয়ার হোসেন।বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক মোহাম্মদ এমদাদুল বারী,বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের প্রধান মনিটরিং কর্মকর্তা মো: নাসির উদ্দীন, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের জনসংযোগ কর্মকর্তা সুমন ঠাকুর ও মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান (মজনু), মদাপুর সূর্যদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় কালুখালী উপজেলার অর্থ শতাধিক নারী-পুরুষ রেশম চাষী অংশ গ্রহণ করেন।

(একে/এএস/মে ১৮,২০২৪)