শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে কামাল হোসেন (৫৫) নামে প্রধান শিক্ষক নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ মে) সকাল ১০ টার দিকে উপজেলার বওলা ইউনিয়নের পুরান নগর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত কয়েকদিন যাবৎ চাচা ও চাচাতো ভাইদের সাথে শিক্ষক কামাল হোসেনের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। সেই কলহের জেরে শুক্রবার সকালে কামাল হোসেন নিজ পুকুর হতে ফসলি জমিতে পানি নেওয়ার সময় তাদের আক্রমণের শিকার হন। এসময় তিনি মারাত্মকভাবে আহত হন। পরে আহত কামাল হোসেনকে উদ্ধার করে ফুলপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কামাল হোসেন ধোবাউড়া উপজেলার গোয়াতলা রঘুরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, নিহতের পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(এসআই/এসপি/মে ১৭, ২০২৪)