তারাকান্দায় নির্যাতিত ও অসহায় পরিবারের পাশে ওসি ওয়াজেদ
নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহ তারাকান্দা থানার ৫ নং গালাগাও ইউনিয়নের শিপুল সরকার হত্যার মামলার ৩ জন আসামী গ্রেপ্তার ও শিপুল সরকারের অসহায় পরিবারের পক্ষে দাড়ালেন তারাকান্দা থানার অফিসার ইনচার্জ ওয়াজেদ আলী।
গত ৩ এপ্রিল সকাল ১০টায় গালাগাও ইউনিয়নের দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শিপুল হত্যার আসামীদের সেদিন ১ ঘন্টার মধ্যে এস আই রায়হানুর রহমান এজাহারভুক্ত ৩ জন আসামীকে তারাকান্দা থানা পুলিশ গ্রেপ্তার করে আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করেন। বাকি আসামীদের গ্রেপ্তারর চেষ্টা অব্যাহত আছে বলে ওসি ওয়াজেদ আলী।
গত ১৬ মে বৃহস্প্রতিবার সাংবাদিকদের এ ব্যাপারে জানান। এরই মধ্যে আসামীদের হুংকার এবং ধমকীর মাধ্যমে অসহায় পরিবারটিকে ভীতির সঞ্চার করে রেখেছিল, এব্যাপারে তারাকান্দা থানা খবর পেয়ে অসহায় পরিবারের পাশে সার্বিকর্বিক নিরাপত্তার হাত এগিয়ে দেন।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভুইয়ার সঠিক দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ ওয়াজেদ আলীর সুতীক্ষ্ম বুদ্ধিমত্তায় আজ এই পরিবারটি পিতৃহত্যার সুবিচার ও আইনের প্রতি শ্রদ্ধায় অবনত।
উল্লেখ্য, যে অত্র তারাকান্দা থানায় যোগদানের পর ওসি ওয়াজেদ আলীর নেতৃত্বে আইনশৃঙ্খলা উন্নতি বলে এলাকাবাসী মনে করেন।
(এনআরকে/এএস/মে ১৭, ২০২৪)