সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : মাদককে না বলি এ শ্লাগানকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মাদককের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে সুশীল সমাজের ভুমিকা শীর্ষক দিন ব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাপাসিয়া উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদের হল রুমে সেমিনারে সভাপতিত্ব করেন জেলা মাদক অধিদপাতরের উপ পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক, জেলা মাদক অধিদপ্তরের কর্মকতা মো, হুমায়ুন আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন ছিলেন, কাপাসিয়া হরিমুঞ্জুরি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো অবদুল মালেক, প্রধান শিক্ষক আবদুল হালিম, সাইফুল ইসলাম, আফরোজা খাতুন, মো, মতিউর রহমান, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের প্রেস ঈমাম মো, মাহমুদুল হাসান মারুফ, মোশাররফ হোসেন। এছাড়া উপজেলার সুশিল সমাজের ব্যক্তির উপস্থিত ছিলেন।

(এসকেডি/এসপি/মে ১৬, ২০২৪)