‘গাছ থেকে অপরিপক্ক আম পারলে জরিমানা করা হবে’

শেখ লিটন, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় আম সংগ্রহের সময় কাল নির্ধারণ সংক্রান্ত বিষয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকাল ৩ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। এসময় সভাটি আয়োজন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সভার শুরুতে চলতি মৌসুমের আমে ভালো ফলন উৎপাদন বৃদ্ধি নিয়ে আলোচনা সভা করা হয়। সভায় আমের উৎপাদন বৃদ্ধি ও আমের উচ্চ ফলনশীল কী ভাবে আরো বাড়ানো যায় তা নিয়ে আলোচনা করা হয়। সভায় আমের বাজারমূল্যে যেন কৃষকরা যাতে ভালো দাম পাই। তা নিয়েও আলোচনা করা হয়। এবার গতবছরের ক্ষতি কাটিয়ে কৃষকরা আম উৎপাদনে এবার লাভবান হবে। সেটা নিয়ে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে।
এরপর সভায় চলতি মৌসুমে গাছ থেকে আম সংগ্রহে সময়কাল নির্ধারণ করা হয়। আগামী ১৬ ই মে আটি, গুটি ও বোম্বায় আম গাছ থেকে সংগ্রহ করা হবে। আগামি ২৪ মে সংগ্রহ করা হবে হিমসাগর আম। ল্যাংড়া আম গাছ থেকে সংগ্রহ করা হবে ৩০ আগামি মে। আম্রপালি সংগ্রহ করা হবে আগামি ৭ জুন। ফজলী আম গাছ থেকে সংগ্রহ করা হবে আগামি ১৫ জুন। আশ্বিনী আম সংগ্রহ করা হবে আগামি ১ জুলাই।
সভার শেষ পর্বে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, আম পাকানো/সংরক্ষণের জন্য কোন রাসায়নিক উপাদান ব্যবহার করা যাবে না। অবৈধ প্রক্রিয়ায় আম পাকানো হলে বা পাকানোর উদ্দেশ্যে মজুদ করা হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এবং নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই সকল আম ব্যাবসায়িদের সচেতনতার সাথে আম বিক্রয় করতে হবে। আর গাছ থেকে অপরিপক্ক আম পারলে জরিমানা করা হবে। তাই সকল আম চাষি ও ব্যাবসায়ীদের সচেতনতার আহব্বান।
এসময় সভায় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাষ চন্দ্র সাহা, সদর উপজেলা কৃষি অফিসার আফরিন বিনতে আজিজ, চুয়াডাঙ্গা নিরাপদ খাদ্য অফিসার সজিব পাল, চুয়াডাঙ্গা জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, আম ব্যাবসায়ী শামসুল আলম, আম চাষি মাসুদ রানা, আম বাগান মালিক মিজানুর রহমান, আম ব্যবসায়ী আব্দুল মমিন প্রমুখ।
(এসএল/এসপি/মে ১৩, ২০২৪)