শ্রীনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফিরুজা বেগমের প্রতীক কলস
শ্রীনগর প্রতিনিধি : আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ (৩য় ধাপ) নির্বাচনে শ্রীনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফিরুজা বেগম কলস প্রতীক পেয়েছেন।
আজ সোমবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। চলতি মাসের ২৯ মে শ্রীনগর উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় মহিলা পরিষদ শ্রীনগর উপজেলা শাখার সভাপতি ও শ্রীনগর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফিরুজা বেগম আনুষ্ঠানিকভাবে আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে জানিয়েছেন। এর আগে তিনি তফসিল ঘোষণার পর থেকেই গণসংযোগ চালিয়ে যাচ্ছিলেন।
উল্লেখ্য, তিনি শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক প্রয়াত নূর মোহাম্মদ এর আপন ছোট হওয়ায় উপজেলাব্যাপী নির্বাচনী মাঠে তার আলাদা পরিচিত রয়েছে।
(এম/এসপি/মে ১৩, ২০২৪)