হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মানববন্ধন
শাহ্ আলম শাহী, দিনাজপুর : সর্বজনীন পেনশনের প্রজ্ঞাপন বাতিল এবং স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে মানববন্ধন করেছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
আজ সোমবার বেলা ১১টায় দিনাজপুর-দশমাইল মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের শিক্ষক নেতৃবৃন্দ বলেন, 'সর্বজনীন পেনশন চালুর বিষয়ে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তা বৈষম্যমূলক। সরকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে পদক্ষেপ গ্রহণ করেছে তার সাথে সর্বজনীন এই পেনশন স্কিম সাংঘর্ষিক। সর্বজনীন পেনশনে যে নিয়ম-নীতি রয়েছে এতে করে শিক্ষকবৃন্দ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। ফলে মেধাবীরা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশায় আসবেনা। এতে করে দেশ এক সময় মেধাশূন্য হয়ে পড়বে।'
মানববন্ধনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডঃ মোস্তাফিজার রহমান, সাধারণ সম্পাদক প্রফেসর ডঃ মোঃ সাদপকুর রহমান অন্যরা বক্তব্য রাখেন।
মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের কাছে স্মারকলিপি প্রদান করে শিক্ষক নেতৃবৃন্দ।
(এসএস/এসপি/মে ১৩, ২০২৪)