পদ্মা সেতুর মূল কার্যাদেশ জুনের প্রথম সপ্তাহে : যোগাযোগমন্ত্রী
মুন্সীগঞ্জ প্রতিনিধি : যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর মূল কার্যাদেশ জুনের শেষ সপ্তাহে নয়, প্রথম সপ্তাহে হবে ।
শুক্রবার সকালে মাওয়ায় পদ্মা সেতুর কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, চারটি ঠিকাদারী প্রতিষ্ঠান নদী শাসনের আর্থিক প্রস্তাব ২৯ মে মন্ত্রণালয়ে জমা দেবে। এছাড়া মাওয়া-বাবুবাজার ঘাট পর্যন্ত ৩৩ কিলোমিটার চার লাইনের কাজ ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রফর্মার (ডিপিপি) আওতায় চলমান।
(ওএস/এইচআর/মে ০২, ২০১৪)