শ্রীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের সমর্থকদের উদ্যোগে নির্বাচনী সভা
শ্রীনগর প্রতিনিধি : আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ২৯ মে, ৩য় ধাপে শ্রীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মসিউর রহমান মামুনকে পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে উপজেলার হাসাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় হাঁসাড়া ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল জব্বার খানের উদ্যাগে লস্করপুরে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও হাসাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান হাবিব।
গতকাল সন্ধ্যার পরের বৈরী আবহাওয়া উপেক্ষা করে আলোচনা সভায় উপস্থিত হয়েছিলেন কয়েক শতাধিক স্থানীয় সমর্থক। এ সময় তারা শ্রীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে পুনরায় মসিউর রহমান মামুনকে তাদের সমর্থন ও ভোট প্রদানে একাত্মতা ঘোষণা করেন ।
এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
(এমএ/এএস/মে ১০, ২০২৪)