আমিনুল ইসলাম, শ্রীনগর : আসন্ন শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ের লক্ষ্যে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফিরুজা বেগমের গণসংযোগে অব্যাহত রয়েছে। তিনি প্রতিদিন শ্রীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত গ্রামগঞ্জের পাড়া মহল্লায় ভোটারদের কাছে ভোট চাইতে ছুটে চলেছেন। ছুটে চলেছেন বিভিন্ন বাজারের দোকানীদের কাছেও। পাশাপাশি তরুণ নতুন ভোটারদের সমর্থন পেতে তাদের কাছেও ছুটে যাচ্ছেন। এই মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কর্মিদের সাথে নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। প্রথমবারের মতো তিনি শ্রীনগরে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটারদের কাছে দোয়া ও সমর্থন এবং ভোট প্রার্থনা করে গণসংযোগ নিয়মিত চালিয়ে যাচ্ছেন। 

ফিরুজা বেগম বলেন, উপজেলার যখন যেখানে আমার প্রচারণায় গিয়েছি অধিকাংশ এলাকার পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের পক্ষ থেকে বেশি সাড়া পাচ্ছি। কারণ আমি দীর্ঘ সময় অসচ্ছল মহিলাদের জন্য জাতীয় মহিলা সংস্থার মাধ্যমে কাজ করে যাচ্ছি। আশা করি ভোটাররা আমার সাথে আছে।

উল্লেখ ফিরুজা বেগম জাতীয় মহিলা সংস্থা শ্রীনগর উপজেলা শাখার সভাপতি ও শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত নূর মোহাম্মদ হোসেন এর ছোট বোন। একারণে উপজেলাব্যাপী মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ফিরুজা বেগমের আলাদা পরিচিতি রয়েছে।

উল্লেখ্য, আগামী ২৯ মে তৃতীয় ধাপে শ্রীনগর উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ১৩ মে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিবে নির্বাচন কমিশন।

(এআই/এসপি/মে ০৯, ২০২৪)