রবিউল ইসলাম, গাইবান্ধা : পলাশবাড়ীতে মাংস ব্যবসায়ীদের ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন-২০১১ ও মিধিমালা-২০২১’ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে পলাশবাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল হল রুমে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. হারুন-অর-রশিদ ও ভেটেরিনারি সার্জন ডা. হেমায়েত রহমান, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, মাংস ব্যবসায়ী লিটন মিয়া শাহা আলম সরকারসহ অনেকে।

এসময় বক্তব্যরা মাংস ব্যবসায়ীদের মাঝে মাংসের গুণগতমান ঠিক রাখাসহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এতে উপজেলার সকল মাংস ব্যবসায়ীরা এই সভায় অংশ নেন। মাংস ব্যবসায়ীরা প্রাণিসম্পদ দপ্তরের নিকট গরু জবাই ও মাংস বিক্রির জন্য নির্দিষ্ট একটি স্থান নির্ধারনের জোর দাবি জানান।

(আরআই/এসপি/মে ০৭, ২০২৪)