সিরাজগঞ্জ সদর উপজেলা
প্রার্থীর সাথে গোপন বৈঠকের অভিযোগে ৫ প্রিজাইডিং অফিসারসহ আটক ৬
সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ইলেকশন ইন্জিনিয়ারিং করার চেষ্টা ও এক চেয়ারম্যান প্রার্থীর সাথে গোপন বৈঠকের অভিযোগে পাঁচ প্রিজাইডিং অফিসারসহ ছয়জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গত সোমবার রাতে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যানলয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
এসময় পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম-বার, পিপিএম-বার, রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো: শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
গ্রেফতারকৃতরা হলো- ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম দফায় অনুষ্ঠিত হতে যাওয়া সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের সরকারি রাশিদোজ্জাহা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও যমুনা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মো: সেরাজুল ইসলাম, হাজি ওমর আলী কওমি মাদ্রাসা কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও রেলওয়ে কলোনি স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আশরাফুল ইসলাম, এসবি রেলওয়ে কলোনি স্কুল এন্ড কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মো: আবু সামা, পাইকপাড়া মডেল হাইস্কুল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও বাহুকা ডিগ্রি কলেজের জৈষ্ঠ প্রভাষক বাচ্চু ঘোষ, হরিনা বাগবাটি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও জনতা ব্যাংক পিএলসি’র প্রিন্সিপাল অফিসার ইয়াছিন আরাফাত এবং এই পরিকল্পনার মূলহোতা শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: আমিনুর ইসলাম।
প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ৫ মে রবিবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার কাদাইয়ে অবস্থিত একটি রিসোর্টে সদর উপজেলা পরিষদ নির্বাচনের একজন চেয়ারম্যান প্রার্থীর সাথে গোপন মিটিং ও ইলেকশন ইন্জনিয়ারিংয়ের পরিকল্পনা করতে বৈঠকে বসে বেশ কয়েকজন প্রিসাইডিং অফিসার। গোপনসূত্রে খবর পেয়ে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সাথে নিয়ে ঐ রিসোর্টে অভিযান চালায়। এসময় পালিয়ে যেতে সক্ষম হয় আয়োজকসহ উপস্থিত প্রিজাইডিং অফিসারেরা। পরে এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি অভিযোগ প্রদান করে রিটার্নিং কর্মকর্তা।
পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম-বার, পিপিএম-বার বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে তথ্য প্রমান পাওয়া গেলে সোমবার বিকেলে এই চক্রান্তের মূলহোতা ও আয়োজক শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমিনুর ইসলামসহ ছয়জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলছে।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো: শহিদুল ইসলাম বলেন, অভিযোগ ও তথ্য প্রমানাদি পাওয়ার পর উপজেলা পরিষদ নির্বাচনী আইনে মামলা দায়ের করা হয়েছে। তথ্য প্রমান নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে, পরবর্তী নির্দেশনা পেলে ব্যাবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ৫ মে রাতে রবিবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার কাদাইয়ে অবস্থিত একটি রিসোর্টে সদর উপজেলা পরিষদ নির্বাচনের একজন চেয়ারম্যান প্রার্থীর সাথে গোপন মিটিং ও ইলেকশন ইন্জনিয়ারিংয়ের পরিকল্পনা করছে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারেরা এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ।
(এসএস/এসপি/মে ০৭, ২০২৪)