লঁরিয়েকে ৪-১ গোলে হারিয়ে পিএসজির জয়
স্পোর্টস ডেস্ক : লঁরিয়েকে ৪-১ গোলে হারিয়ে লিগ শিরোপার নিকটে পিএসজি। বুধবার (২৪ এপ্রিল) তারা হারিয়েছে লঁরিয়েকে। বাকি থাকা ৮ ম্যাচের মধ্যে ৫টিতে জিতলেই মাথায় মুকুট পরবে দলটি।
লঁরিয়েকে হারানোর পর ৩০ ম্যাচে পিএসজির পয়েন্ট ৬৯। সমানসংখ্যক ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মোনাকো। অর্থাৎ পিএসজি বাকি ৮ ম্যাচের মধ্যে ৫টিতে জিতলে তাদের পয়েন্ট হবে ৮৪। তখন মোনাকো ৮ ম্যাচের সব কটিতে জিতলেও পিএসজিকে ধরতে পারবে না।
লঁরিয়েকে ৪-১ গোলে হারিয়েছে পিএসজি। দলের জয়ের দিনে জোড়া গোল করেছেন উসমান ডেম্বেলে ও কিলিয়ান এমবাপ্পে। লঁরিয়ের একমাত্র গোলটি মোহামেদ বাম্বার।
লঁরিয়ের মাঠে প্রথমার্ধে দুই গোল পায় পিএসজি। ১৯ মিনিটে ডেম্বেলের পর ২২ মিনিটে গোল করেন এমবাপ্পে। ডেম্বেলে জোড়া গোল পূর্ণ করেন দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে। ৭৩ মিনিটে ব্যবধান কমায় লঁরিয়ে।
ম্যাচ শেষ হতে যাচ্ছিল পিএসজির ২-১ গোলের জয়ে। কিন্তু এমবাপ্পে ঠিক ৯০ মিনিটে গিয়ে গোল করলে ব্যবধান আরও বাড়ে।
(ওএস/এএস/এপ্রিল ২৫, ২০২৪)