বৃষ্টি প্রার্থনায় টাঙ্গাইলের বিভিন্ন স্থানে ইসতিসকার নামাজ আদায়
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে টাঙ্গাইলের বিভিন্ন স্থানে ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজ শেষে বিশেষ মোনাজাতে বৃষ্টি প্রার্থনা করেন তারা।
টাঙ্গাইল পৌরসভার কোর্ট চত্বরে নামাজে দাঁড়িয়ে হাত তুলে বৃষ্টির প্রার্থনায় কাঁদলেন সাধারণ মুসুল্লিরা।
বুধবার (২৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে কোর্ট চত্বরের হেলিপ্যাডের সামনে এ নামাজ আদায় করেন।
মুসুল্লিরা জানায়, দীর্ঘদিন যাবত বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য দেশের অনেক মানুষের ফসলি জমির নষ্ট হচ্ছে। এই গরমের তাপে অনেক মানুষ হিটস্ট্রোকে মারা যাচ্ছেন। যার কারণে মহান আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায় করা হলো।
অপরদিকে সকালে মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের কাটরা উত্তরপাড়া জামে মসজিদ মাঠে বৃষ্টির জন্য নামাজ অনুষ্ঠিত হয়। ওই মসজিদের ইমাম খন্দকার হাফেজ মাওলানা রিয়াজুল ইসলামের ইমামতিতে নামাজে অংশ নেন গ্রামের কয়েকশ মুসল্লি।
(এসএএম/এএস/এপ্রিল ২৪, ২০২৪)