অমর ডি কস্তা, নাটোর : নাটোরের সিংড়ায় ভাতিজিকে ধর্ষণের পর হত্যার অভিযোগে শাহাদত হোসেন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা দিয়েছেন আদালত।

গত সোমবার দুপুরে আসামির উপস্থিতে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত শাহাদত হোসেন সিংড়া উপজেলার দেওগাছা উত্তপাড়া গ্রামের মোসলেম প্রামাণিকের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আনিসুর রহমান।
তিনি জানান, আদালত সাক্ষ্য প্রমাণ শেষে আজ এই রায় দিয়েছেন।

মামলায় উল্লেখ করা হয়, ২০১৯ সালের ৪ আগস্ট ১৬ বছরের ওই কিশোরী নানার মৃত্যুর কারণে পরিবারের সবার পাকুয়া গ্রামে গিয়েছিলেন। বাড়িতে কিশোরী ও তার ছোট দুই ভাইবোন এবং চাচা শাহাদত হোসেন ছিলো।

পরে ছোট দুই ভাইবোন স্কুলে গেলে বাসায় একাই ছিল ওই কিশোরী। এ সময় শাহাদত তার ভাতিজিকে (রেশমী) ধর্ষণের পর হত্যা করে।

নিহত কিশোরীর ২ ভাই বোন স্কুল থেকে বাসায় ফিরে তার বোনকে মৃত দেখলে চাচা শাহাদত দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে এলাকাবাসী শাহাদতকে ধরে গণপিটিুনি দিলে ধর্ষণের পর হত্যার বিষয়টি স্বীকার করে। পরে এলাকাবাসী অভিযুক্তকে পুলিশে সোর্পদ করেন।

পরে বাড়ি ফিরে নিহত কিশোরীর মা শাহাদতকে অভিযুক্ত করে সিংড়া থানায় মামলা করেন।

(এডিকে/এসপি/এপ্রিল ২৩, ২০২৪)