কালুখালী টিসিইউ’র নিজেস্ব নির্মানাধীন ভবন পরিদর্শন
একে আজাদ, রাজবাড়ী : দি-কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ এর কালুখালী শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ইউনিয়ন লিমিটেডের নিজেস্ব ৩ তলা ভবন নির্মান কাজ চলছে।
সোমবার নির্মানাধীন ভবন পরিদর্শন করেন কালব এর কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী আরিফ মিয়া, কাল্ব’র ”চ অঞ্চলের ডিরেক্টর ডা.নোয়েল চার্লজ গমেজ, কালব’র ফরিদপুর-রাজবাড়ী ক্লাস্টার কমিটির সেক্রেটারী মোহাম্মদ আবু সায়েম, কালব সদস্য বিষয়ক উপ-কমিটির সদস্য মোঃ কামাল হোসেন, কালুখালী উপজেলা শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান মুহাম্মদ রিজাউল ইসলাম, শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি দালিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর বর, বালিয়াকান্দি টিসিইউ’র চেয়ারম্যান মোঃ শাহ-জালাল, নগর কান্দা উপজেলার টিসিইউ’র চেয়ারম্যান টুটুল, রাজবাড়ী সদর উপজেলার সেক্রেটারী মোঃ জালাল উদ্দিন মোল্লা, জেলা ব্যবস্থাপক কাজল চন্দ্র দাসসহ ফরিদপুর-রাজবাড়ীর বিভিন্ন ইউনিটের চেয়ারম্যান সেক্রেটারী, কালুখালী উপজেলা ব্যবস্থাপক আলমগীর হোসেন মোড়ল প্রমুখ।
নিজেস্ব অর্থায়নে জমি ক্রয় করে ভবন নির্মান করায় সকলেই প্রশংসা করেন কালুখালী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ইউনিয়ন লিমিটেঢকে।
(একে/এএস/এপ্রিল ২২, ২০২৪)