শ্রীনগরে মসিউর রহমান মামুনের উঠান বৈঠক
আমিনুল ইসলাম মাছুম, শ্রীনগর : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মসিউর রহমান মামুনের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারি শ্রীনগর কলেজের সাবেক জিএস নাজির হোসেনের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মসিউর রহমান মামুন।
তিনি বলেন বিগত ৫ বছর শ্রীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্বে ছিলাম। জনগণের সাথে আমার ওয়াদা ছিল আমি নিজে দূর্ণীতি করব না এবং দূর্ণীতিবাজদের প্রশ্রয় দেবো না। আশা করি জনগণের ওয়াদার বরখেলাপ করিনি ও আগামীতে সততা, নিষ্ঠার সাথে যেন দায়িত্ব পালন করতে পারি এজন্য পুনরায় আপনাদের সমর্থন চাই । উপজেলা পরিষদের অসমাপ্ত উন্নয়নমূলক কাজ সমাপ্ত করতে আপানাদের সকলকে পাশে চাই। আসন্ন শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে আপনাদের সকলের দোয়া, সমর্থন ও ভোট আশা করছি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্যামসিদ্ধি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম রতন,ইউপি সদস্য সাদেক পাঠান,পাটাভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিদুল্লাহ খাঁন মুন,কোলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু ,উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক সুমন সিকদার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ নেতা শাহ আলম খাঁন, শ্রীনগর উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক মাহবুব আলম বিদ্যুৎ, সদস্য সচিব রমজান হোসেন বাবু মৃধা,শ্যামসিদ্ধি ইউনিয়ন যুবলীগ নেতা আলী আকবর সিকদার,ইউপি সদস্য মো. হারুন শেখ ,আব্দুর রউফ, মো.রাজু, মহিলা সদস্য রাশিদা বেগম,জাহানারা বেগম, শ্যামসিদ্ধি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম সজলসহ আব্দুল হক,রউফ দেওয়ান,সেলামতি বাগবাড়ীর শফি শেখ, আরমান শেখ এবং ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
(এআইএম/এএস/এপ্রিল ১৯, ২০২৪)