মঙ্গল আলো
এমামুল হক
শুরু হয়েছে আলোর পথের যাত্রা
এ পথেই মিলবে সে গান,
বৈশাখের প্রেম ও উৎসবে,
বাংলার সুরে মিলবে সব প্রাণ।
মেঘের ছায়া ভেঙে হাসছে রবি,
ফুলের মেলায় আজ নতুন সবই
বাধা যতো ভেঙে দাও প্রেমের পথে,
উৎসবে মেতে ওঠো খুশির রথে।
দুঃখের আঁধার আজি ঘুচাও দূরে,
মঙ্গল আলো জ্বালো অন্তরজুড়ে।
আজি এ প্রভাতে উদ্ভাসিত যে রঙ,
সে রং সাম্যের, সে রঙ সমতার;
জাত-ধর্মের শৃঙ্খল ফেলো ঝেড়ে,
অশুভ যাক উড়ে কালবোশাখী ঝড়ে;
নিপাত যাক বীজ সাম্প্রদায়িকতার।