বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী সদর উপজেলা চন্দনীতে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিদ্দিক (২২) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) দুপুর ১ টার দিকে সদর উপজেলার চন্দনী মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিদ্দিক রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের মাঠপাড়া গ্রামের নুরু শেখ এর ছেলে। সে রাজবাড়ী সরকারি কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্র ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, সিদ্দিক পুকুরের মাছ ধরার জন্য চন্দনী বাজার থেকে ভাড়ায় চালিত ইলেকট্রনিক মটর নিয়ে যায়।দুপুরে পুকুর থেকে পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।পরে রাজবাড়ী সদর হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুর রব বলেন, আজ দুপুরে চন্দনী মাঠপাড়া গ্রামের কলেজ ছাত্র সিদ্দিক মাছ ধরার উদ্দেশ্যে বিদ্যুৎ চালিত মটর দিয়ে পানি সেচতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা গেছে। তার মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।
(একে/এসপি/এপ্রিল ১৭, ২০২৪)