ঝালকাঠিতে সড়কে ঝরল ১৪ প্রাণ
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি গাবখান ব্রিজের টোলে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে গাবখান ব্রিজ পাড় হয়ে টোল প্লাজায় টোল দেয়ার জন্যে একটি সাদা রঙ্গের প্রাইভেট কার ও ৩টি অটোরিক্সা দাড়ায়। এসময় পশ্চিম দিক থেকে ব্রিজের ঢাল বেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝাই একটি ট্রাক পিছন দিক থেকে অটোরিক্সা ও প্রাইভেট গাড়িতে আঘাত করলে মুহুর্তের মধ্যে লন্ডবন্ড হয়ে যায় টোল প্লাজায় দাড়ানো গাড়ীসহ যাত্রীরা। প্রাইভেট কারের ২টি শিশু ও তাদের বাবা মা সহ ৬ জন যাত্রী সকলেই নিহত হয়েছে। ২টি অটোরিক্সার যাত্রীরা ওস্তাখান গ্রামের মাঝি বাড়ি থেকে সাগরকান্দা তালুকদার বাড়ি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।বিয়ের অনুষ্ঠানের ৭ জন যাত্রী অটোরিক্সায় ছিলেন যারা সকলেই মারা গেছেন।
হাসপাতালের আরএমও মেহেদি হাসান সানি এ প্রতিবেদককে জানান, ঝালকাঠি সদর হাসপাতালে ১২ জনের মরদেহ রয়েছে এবং বরিশাল শেবাচিম হাসাপাতালে ২ জনের মরদেহ আছে এবং ১২ জন আহত অবস্থায় রয়েছে। ঘাতক ট্রাক ড্রাইভার আল আমিন ও হেলপার নাজমুল শেখকে পুলিশ আটক করেছে।
মৃত ব্যক্তিদের মধ্যে রয়েছে মো: আনোয়ার হোসেন (৫৫), হেমায়েত হোসেন (৪০) পিতা: আ: লতিফ, মিরাজ (২৮), শফিকুল ইসলাম মাঝি (৫০), পিতা: মন্নান মাঝি, সাং ওস্তাখান, সিফাত (৩) সিয়াম (৫) শহিদুল (২৮) , রোজিনা (৩৮), আতিকুর রহমান সাদি (১১), পিতা: আব্দুর হাকিম, সাং নওপাড়া, শেখের হাট, নজরুল ইসলাম, পিতা: সেলিম হাং, গাবখান, ঝালকাঠি, ইব্রাহিম (৪০), রাজাপুর প্রাইভেট কারের ড্রাইভার, তাহমিনা (২৫), স্বামী: ইব্রাহিম, তালগাছিয়া, কাঠালিয়া, ইমরান হোসেন (৪০) পিতা: নুরুল ইসলাম, মাতা: ফাহিমা বেগম, ঠিকানা অজ্ঞাত, বিমান বাহিনীর সদস্য, নুরজাহান (৭) ইব্রাহিম, তালগাছিয়া, কাঠালিয়া।
ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল এ প্রতিবেদককে জানান, ঘটনাস্থলে জেলা পুলিশের সদস্যরা কর্মরত রয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ঝালকাঠির অফিসার ইনচার্জ মো: শহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঘটনাস্থল রয়েছি। মরদেহ স্বজনদেরকাছে হস্তাস্তর শেষে উধর্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম মুঠোফোনে জানান, এ ঘটনায় জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাজিয়া আফরিনকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
(এমআর/এসপি/এপ্রিল ১৭, ২০২৪)