‘সেবক হিসেবে মানুষের জন্য কাজ করার সুযোগ চাই’
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের উপ-নির্বাচনে প্রার্থী হবার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ কামরুজ্জামানের পুত্র পারভেজ জামান পান্না। সু-শিক্ষিত চিন্তা চেতনাকে বর্তমান সমাজে বাস্তবে রূপ দিতে ও জবাবদিহিতামূলক স্বচ্ছ ধারার রাজনীতি বাস্তবায়ন করতেই নির্বাচনে আসতে চান ইঞ্জিনিয়ার পারভেজ জামান পান্না। তিনি উপ-নির্বাচনে শৈলকুপা আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী।
উত্তরাধিকার ৭১ নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নির্বাচন ও উপজেলা নিয়ে ভাবনার কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন শেখ ইমন।
উত্তরাধিকার ৭১ নিউজ : কেন মনোনয়ন চাচ্ছেন?
পান্না: অবেহেলিত শৈলকুপাকে একটি স্মার্ট শৈলকুপায় রুপান্তরিত করতেই মনোনয়ন চাচ্ছি।
উত্তরাধিকার ৭১ নিউজ : মনোনয়ন পাওয়ার ব্যাপারে কতটুকু আশাবাদী?
পান্না: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যোগ্য মনে করলে মনোনয়ন দেবেন। মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।
উত্তরাধিকার ৭১ নিউজ : তরুণ প্রজন্ম নিয়ে কী ভাবছেন?
পান্না: শৈলকুপায় অনেক তরুণ এখন মাদকাসক্ত। আমি মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে উপজেলাকে শতভাগ মাদকমুক্ত, নারী-শিশু বান্ধব ও শিক্ষা ব্যবস্থাসহ একটা মডেল শৈলকুপা হিসেবে গড়ে তুলবো।
উত্তরাধিকার ৭১ নিউজ : নির্বাচনকে সামনে রেখে ভোটারদের কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন?
পান্না : প্রতিশ্রতি দিয়ে আমি নির্বাচন করতে চাই না। অবহেলিত শৈলকুপাকে সন্ত্রাস-মাদক মুক্ত করবো, রাস্তাঘাটের উন্নয়ন করবো। নারী ও শিশুবান্ধব উপজেলা গড়ে তুলবো। এতে এই উপজেলার কাঙ্খিত উন্নয়ন ঘটবে। ভোটারদের এসব কথাই বলছি।
উত্তরাধিকার ৭১ নিউজ : শৈলকুপা নিয়ে বিশেষ কি চিন্তা আছে আপনার?
পান্না : শুরুতে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যায় উন্নতি। সামাজিক কোন্দলে হত্যাকান্ড নিরসন, গ্রামীণ জনপদের উন্নয়ন,শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ, সকল ধর্মের মানুষের নিরাপদ বসবাসসহ শৈলকুপার নানামুখী উন্নয়নে কাজ করবো।
উত্তরাধিকার ৭১ নিউজ : শৈলকুপায় একই দলে অনেকগুলো গ্রুপ ও দ্বন্দ আছে। সেসব নিয়ে কি ভাবছেন?
পান্না: অনেক প্রার্থী, দুইটা গ্রুপ, তিনটা গ্রুপ, এসব নিয়ে আমি ভাবছি না। আমি চেষ্টা করবো সবাইকে একটা প্লাটফর্মে নিয়ে এসে সর্বজনীনভাবে কাজ করে নৌকার পক্ষে কাজ করার।
উত্তরাধিকার ৭১ নিউজ : অনুন্নত রাস্তাঘাটসহ শৈলকুপা উপজেলা নানা সমস্যায় জর্জরিত। বিশেষ কোনো পরিকল্পনা আছে কি?
পান্না: আমি মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার যে স্বপ তা বাস্তবায়নে সর্বাত্বক চেষ্টা করব।
উত্তরাধিকার ৭১ নিউজ : সাক্ষাৎকারের জন্য সময় দেওয়ায় ধন্যবাদ।
পান্না: উত্তরাধিকার ৭১ নিউজকে ধন্যবাদ।
(এসআই/এসপি/এপ্রিল ১৫, ২০২৪)