রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে ভর্তি
স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্বাস্থ্যের অবনতি হওয়ায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, আজ (সোমবার) বেলা ২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী রফিকুল ইসলাম মিয়া। মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়াসহ নানাবিধ রোগে আক্রান্ত সাবেক এ মন্ত্রী।
(ওএস/এসপি/এপ্রিল ১৫, ২০২৪)