সভাপতি আল আমিন, সম্পাদক ফাহাদ
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ মুন্সিগঞ্জ জেলা কমিটি গঠন
টঙ্গীবাড়ী প্রতিনিধি : বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের (রেজিঃ নং বি-২০৯১) মুন্সিগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বিশেষ সাধারণ সভায় গঠনতন্ত্রের অনুচ্ছেদ-২৫ অনুযায়ী আল আমিন সরকার কে সভাপতি ও ফাহাদ মোল্লা কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (৫ এপ্রিল) সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক সাধারণ সম্পাদক ইনসুর আলী স্বাক্ষরিত এক পত্রে দেশের অন্যতম বৃহৎ শ্রম সেক্টর সড়ক খাতে কর্মরত শ্রমিকদের ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠায় শ্রম ইস্যুতে শ্রমিক আন্দোলনে অংশগ্রহণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভিশন-২০৪১ বাস্তবায়নে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত কামনা করা হয়েছে।
(এনডি/এসপি/এপ্রিল ০৬, ২০২৪)