প্রথম আলোর গোয়ালন্দ প্রতিনিধির বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ
বিশেষ প্রতিনিধি : দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো প্রত্রিকার গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি রাসেদ রায়হান সহ অন্য আর এক সাংবাদিকের বিরুদ্ধে কয়েক বছরে প্রায় ১১ লক্ষ টাকার বিদ্যুৎ চুরির অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার বিদ্যুৎ বিভাগের সফল অভিযানে অবৈধ সংযোগ স্থাপনের দায়ে অভিযুক্ত বিরুদ্ধে আর্থদন্ড করা হয়েছে।
গোয়ালন্দ বিদ্যুৎ বিভাগ সূত্র থেকে জানা গেছে, অভিযুক্ত রাসেদ রায়হান ও নুরুল ইসলাম সিকদার ২০১৭ সাল থেকে বিদ্যুতিক মিটারের সংযোজন করে সরাসরি বিদ্যুৎ চুরির দ্বায়ে গোয়ালন্দ প্রথম আলো প্রতিনিধি রাসেদ রায়হানকে ৭৩ হাজার টাকা ও নুরুল ইসলাম সিকদারকে ১ লাখ ৭০ টাকা জরিমানা করেছে বিদ্যুৎ বিভাগ।
গোয়ালন্দ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ চুরি করে আসছিলেন। গোপন সংবাদের বিভিত্তে অভিযান পরিচালনা করি।ঘটনা স্থলে বিদ্যুৎ মিটারে সাইড লাইন ব্যাবহারে সত্যতা প্রমাণিত হয়েছে। এই অভিযানে আমরা দুইজন কে জরিমানা করেছি। পরবর্তী এই অভিযান চলমান থাকবে। এই অন্যায় সাথে যে জড়িত থাকবে তাকেই আইনের আওতায় আনবো সে যেই হক।
(একে/এসপি/এপ্রিল ০৬, ২০২৪)