সিরাজগঞ্জে সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্য আটক
সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে সংঘবদ্ধ চোরচক্রের চার সক্রিয় সদস্যকে আটক করেছে সদর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া মালামাল ও চুরির কাজে ব্যাবহার করা বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জ পৌর এলাকার আল হামরা আবাসিক হোটেল থেকে এদের আটক করার পর আজ শুক্রবার বেলা এগারটার দিকে সিরাজগঞ্জ সদর থানায় প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা মাদারিপুর জেলার, জাকির হোসেন, আতিয়ার রহমান, রফিক ব্যাপারি ও ঝিনাইদহের শৈলকুপার সাধন কুমার।
প্রেস বিফ্রিংয়ে সিরাজগঞ্জ সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার রেজওয়ানুর রহমান জানান, একটি সংঘবদ্ধ চোরচক্র সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে দির্ঘদিন যাবৎ চুরিকান্ড ঘটিয়ে আসছিল। তারা জেলা প্রশাসকের কার্যাঘলয়ের ম্যাজিস্ট্রেট, স্বাস্থ্য কমকর্তাসহ বিভিন্ন স্থানে চুরি করে। আসন্ন ঈদ উল ফিতরে ছুটির সময়ে বিভিন্ন বাসা বাড়িতে চুরির পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহন করছিল।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ পৌর এলাকার আল হামরা আবাসিক হোটেল থেকে চোরচক্রের চার সদস্যকে আটক করা হয়। আটককৃতদের নিকট থেকে চুরি হওয়া মালামাল ও চুরির কাজে ব্যাবহার করা বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো: সেরাজুল ইসলাম, ইন্সপেক্টর (অপারেশন) সুমন কুমার সাহাসহ অন্যান্য কর্মকর্তারা।
(এসএস/এসপি/এপ্রিল ০৫, ২০২৪)