শ্রীনগরে ঈদ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে ঈদ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের মানবিক কর্মসূচি অংশ হিসেবে বীরতারা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে সমাজে পিছিয়ে পড়া মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাতগাঁও এলাকায় স্থানীয় প্রায় ৫ শতাধিক বাসিন্দাদের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে বীরতারা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ইসলাম শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ মহিউদ্দিন আহমেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম পিন্টু, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন প্রমুখ। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলাউয়ের চাল, চিনি, সেমাই, আলু ও তেল।
(এআইএম/এএস/এপ্রিল ০৪, ২০২৪)