মাদারীপুর প্রতিনিধি : সোশ্যাল ইসলামী ব্যাংক মাদারীপুর শাখার পক্ষ থেকে আজ বুধবার সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শাখা ব্যবস্থাপক আহমাদ রাসেলের সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ স.ম. জাহাঙ্গীর আখতার।

এছাড়াও শাখার অপারেশন ম্যানেজার জি. এম. রফিকুল ইসলাম, ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ছোলা, সয়াবিন তেল, চিনি, চিড়া, খেজুর ও মুড়ি বিতরণ করা হয়।

উল্লেখ্য, প্রতিবছর সোশ্যাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে সিএসআর কার্যক্রমের আওতায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার সমগ্রী, খাদ্য ও শীত বস্র বিতরণ করা হয়।

(এএসএ/এসপি/এপ্রিল ০৩, ২০২৪)